ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে একদিনে ৫ হাজার মৃত্যু, আড়াই লাখ শনাক্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১৬ আগস্ট ২০২০ | আপডেট: ১১:২২, ১৬ আগস্ট ২০২০

নিকারাগুয়ায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবি-এএফপি

নিকারাগুয়ায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবি-এএফপি

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে থামছেই না করোনার তাণ্ডব, ফলে ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। যাতে নতুন করে আরও ৫ হাজারের বেশি মানুষ পৃথিবী ছেড়েছেন। অন্যদিকে ভাইরাসটি হানা দিয়েছে বিশ্বের আরও আড়াই লাখের বেশি মানুষের দেহে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১৬ লাখ ছুঁতে চলেছে। যাদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়ার মতো দেশগুলোর নাগরিক।

এদিকে, সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ কোরিয়াতে। করোনা সংক্রমণ বাড়ায় আবারও গণজমায়েতের ওপর সতর্কতা জারি করা হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। 

অন্যদিকে, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে বিক্রির জন্য অবমুক্ত হবে বলে জানিয়েছে রাশিয়া। ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে সে সম্পর্কে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান,  ‘রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরাই শুধু এমন কথা বলছে।’

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৪৮ হাজার ৮১৭ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ১৫২ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে প্রাণহানি ঘটেছে ৭ লাখ ৬৭ হাজার ৯৬৮ জন মানুষের। 

তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও পৌনে লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ১৬ হাজারে দাঁড়িয়েছে। 

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৫৫ লাখ প্রায় ৩০ হাজার মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১৮ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ১ লাখ ৭ হাজার ২৯৭ জনে ঠেকেছে। 

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত এক দিনেই প্রায় ৬৪ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার টপকেছে। প্রাণহানি বেড়ে  অর্ধলক্ষ পেরিয়েছে। 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ১৮ হাজারের কাছাকাছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৬১৭ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ প্রায় ৮৪ হাজার। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৬৭ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ ১৭ হাজার। প্রাণ গেছে ৫৬ হাজার ৫৪৩ জন মানুষের। 

পেরুতে আক্রান্ত ৫ লাখ ১৬ হাজার। যেখানে মৃতের সংখ্যা ২৫ হাজার ৮৫৬ জন। 

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১০ জনের। 

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৮৪ হাজার। এর মধ্যে ১০ হাজার ৩৯৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৫৯ হাজারের কাছাকাছি। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৬১৭ জনের। 

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৪১ হাজার। প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৪৯২ জনের। 

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ১৭ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার মানুষের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৭ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৬৯ জন। 

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৮৮ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৬২ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৬২৫ জনের। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি